ঈদের দিনেও করে সে কাজ
বুঝে না ওরা ঈদ যে আজ;
রাস্তায় বিক্রি করে ফুল
মাথায় উশকোখুশকো যে চুল।
ফুল নেবেন ফুল! তাজা গোলাপ
কেউ শুনে না তাদের বিলাপ।
নেন না ভাই একগুচ্ছ ফুল
ধমক শুনে ;না করে ভুল;
সারাদিন রোদ-বৃষ্টি আর ঝড়
গায়ে থাকে ছেঁড়া কাপড়।
নুন-পান্তা খেয়ে সকালে;
জঁটেনা খাবার কপালে
দামী গাড়ির ফাঁকে ফাঁকে।
কত স্বপ্ন ওরা আঁকে;
যত বলি আমরা ধুর ছাই
ওরা তবুও বলে ভাই ভাই।
এভাবেই কি যাবে দিন?
কবে যে আসবে সেই সুদিন!
পায় না ওরা সুখের নীড়
ওদের পাশে বিত্তদের ভিড়।
পায় না ঈদে নতুন জামা
বড়ই কষ্টে রয় ফুলির মা।