গাছের শাখায় শাখায়
সময়ের সাথে দেখা
আলাপচারিতা তার সাথে
মননের কথা আর
গহীনের কথায় একাকার।


একই অঙ্গে কতো রূপ
কতোই বার্তা
ভিন্ন স্বাদ, ঘ্রাণ
বৈচিত্র্যময় আয়োজন।


ঝকঝকে নীল আকাশের নীচে
কাশফুলের নমর ছোঁয়া
কখনো হলুদের আধিক্য,
সবুজের সমারোহ
কখনো বা আগুন লাগা ফাগুন
কখনো বা চৈত্র কালীন
সময়ে অসময়ের বৈচিত্র্যতা।


আমি হেরে যাই তার রূপের কাছে
নয়নে নয়ন হৃদয়ে হৃদয়
মননে মনন।
কী অপার সৌন্দর্যের বাহার!