নোনাজল ঝরছে ঝরুক
তাঁর বিরহে মনটা পুড়ছে ,পুড়ুক
পাশের বাড়ির ঐ ছেলেটা
আমায় দেখে হাসছে ভীষণ,হাসুক
যে যেমন ইচ্ছে তেমন বাঁচছে ,বাঁচুক।


বসন্তের হাওয়ায় মনটা দুলছে ,দুলুক
তোমায় নিয়ে ভাবছে কবি,ভাবুক
মেঘের ছায়ায় তোমার মায়ায়
কোকিল ডাকছে ,ডাকুক
ভালোবাসা কাঁদছে কেমন ,কাঁদুক।


নিন্দুকেরা নিন্দা করছে ,করুক
মরতে চাইলে মরুক
বিনোদিনী নন্দিনী যামিনী কামিনী
প্রিয়তারা ভাঙছে মন ,ভাঙুক
চলছে যেমন ইচ্ছে মতন চলুক।