ইচ্ছেগুলো কাঁদছে ভীষণ তোকে হারিয়ে
শূন্যতা আজ ডাকছে পিছু দু'হাত বাড়িয়ে।
হাহাকারে ভাঙছে হৃদয় কাঁদছে মনোপাখি
ঘনকালো মেঘ ছুঁয়ে যায় আঁধারে দেয় ঢাকি।


বিরহী প্রাণ চাতক পাখি ছটফটিয়ে মরে
বোবাকান্নায় স্তব্ধ হয়ে ব্যথায় সাগর ভরে।
আকাশ পাতাল খুঁজে মরি পাই না মনের খোঁজ
আর কি পাবো চাঁদের দেখা সকাল সন্ধ্যা রোজ।


ইচ্ছেগুলো নিরাসক্তি পাই না খুঁজে দিশ
দয়া করে ভুলিস না রে একটু  খবর নিস।
ভাল্লাগে না তোরে ছাড়া বিরহেতে মরি
বুঝলি না তুই মনটা আমার ভুলি কেমন করি!