কথা যদি বলো কবি,
কাব্য হয়ে যায়,
ভালোবাসার পদ্য তখন
গদ্য হয়ে যায়।

চোখে থাকে স্বপ্ন কত
মনে ভালোবাসা,
নিত্য তুমি স্বপ্নে আঁক,
প্রিয়তি সকল আশা।

মুক্ত মনে যুক্ত হলো
শিল্পে আঁকা ছবি,
কবির মন যে মগ্ন হয়ে
আঁকে জলছবি।

কাব্যতে প্রেম চলে সদা,
দেবী হলো প্রিয়া ,
নিন্দা যদি আসে তবু
ধন্য হবে হিয়া।