শুনেন শুনেন ভাই বোনেরা শুনেন দিয়া মন
জেকে স্যারের কিছু কথা করিবো বর্ণন।।
বাংলাদেশে আছে যে এক আজব ডাক্তার
ঔষধ ছাড়া রোগ যে তাড়ায় ভক্ত অনেক তার।


পৃথিবীতে এমন ডাক্তার আর তো পাবেন না
স্বার্থ ছাড়া কোনোকিছু দিতে চাইবেন না।
হাসি মুখে বলেন কথা মুক্তা যেনো ঝরে
বেঁচে থাকুক এমন মানুষ হাজার বছর ধরে।


এবার আসুন বলি আমি- স্যারের গুনের কথা
ভালোকাজেও সমাজের কেউ দিছে অনেক বাধা।
অবশেষে শূন্য হাতে ঘরে ফিরছে তারা
সৎমানুষের বদনাম দিতে চাইছিলো যারা।

ভালোবেসে মানুষেরে পরামর্শ দিয়ে
সুস্থ জীবন যাপন করতে বাঁচতে স্বপন নিয়ে।
রুটিন মাফিক চলতে বলেন অর্গানিক ফুড খেতে
শরীর চর্চা করতে বলেন আনন্দেতে মেতে।


সকাল সকাল ঘুমাতে কয় ভোর বেলাতে জাগতে
বেশি বেশি রোজা রেখে শরীর ভালো রাখতে।
প্যাকেট যতো খাবার আছে দিতে বলেন বাদ
বাজে তেলে ক্ষতি আছে নাই জীবনের স্বাদ।


ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে ভিটামিন ডি
অনিয়মে ডুবলে পরে করার থাকে কি?জেকে নিয়ম করলে ফলো ডায়াবেটিকস হয় ভালো
ঘরে ঘরে স্যারের কথায় জ্বলে আশার আলো।


প্রকৃতিতেও মিশতে হবে করবেন ভালো কাজ
সুখ আনন্দে ভরবে জীবন পরবেন মাথায় তাজ।
বুলেট কফি, টারমারিকের,বুস্টার ভালো অতি
নারিকেল তেল, ঢেঁকিছাঁটা চালে হয় না ক্ষতি।


শাক সবজিতে ফিরে পাবেন সতেজ মনোবল
দেশ বিদেশে জেকে লাইফে বাড়ছে দলেদল।
ডিটক্স ওয়াটার পিংক সল্ট আরও আছে কতো কি!
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খাবেন আরো ঘি।


ধীরে ধীরে সবই জানবেন নতুন আছেন যারা
ইউটিউবের ভিডিয়োতে দেখবেন সবাই তারা।
মরণ পথে ছিলেন যারা সুস্থ জীবন পেলেন
ঝুঁকি হতে মুক্ত হয়ে জেকে লাইফে গেলেন।


আহা এমন ডাক্তার যেনো থাকে ঘরে ঘরে
জীবনটারে বিলিয়ে দেন দেশের দশের তরে।
আসুন তবে সবাই মিলে ফলো করি তারে
ছোট-বড়ো ধনী-গরিব সম্মান করে যারে।