সম্পর্কের জোয়ার-ভাঁটা
চলছে অবিরত;
স্বার্থলোভে সবাই যেন
করছি পালন ব্রত।


শিকড় কেটে যাচ্ছে দেখো
কত নাড়ীর টান?
একক থাকা এখন ভাই রে
নিত্য নতুন ফ্যাশান।


স্বার্থ আজ দিচ্ছে হানা
মনের গহীন বনে
কেমন করে বাঁচব আমি!
রিক্ত উঠোন কোণে।


আপনজন হচ্ছে যে পর
মিথ্যা অহংকারে
মানবতা কোথা গেল
ডুবছি অনাচারে?


আয় ফিরে আয় মায়ার বাঁধন
ডাকছে দিবানিশি
রক্তধারা কাঁদছে ওরে
শিকড় মাসিপিসি।