কঠিন কথা সহজ করে একটু বলো যদি
ভালোবাসায় আসবে জোয়ার ভরবে তাতে নদী
দূর দূরান্তে না তাকিয়ে দৃষ্টি কাছে দাও
তোমার বেলায় জুটবে হরেক কাগজেরই নাও।


দাও ছড়িয়ে জ্ঞানের আলো আঁধার কেটে যাক
ভুলগুলো সব বানের জলে শুদ্ধ স্থায়ী থাক
ভাবনাগুলো আপন মনে গুছিয়ে না বসে
মিলবে হিসেব ফর্মুলাতে দেখো অঙ্ক কষে।

সুখের কথা বলিও না দুঃখী জনের কাছে
শুনতে আগে চেষ্টা করো তার কি বলার আছে!
স্যালুট  করো তার আঙিনায় নীতি যেথায় পূর্ণ
আমরা মানুষ হাতে পায়ে ভিতরেতে শূন্য।