আর ডাকিস না কাকাতুয়া
ধরি তোরই পায়
মনের দুখে ভাসছি ওরে
দাগ লেগেছে গায়।


বন্ধু আমার বড়ই নিঠুর
কথা শোনে না ;
বারেবারে দেয় যে ব্যথা
মনটা বুঝে না।


গাল ফুলিয়ে থাকে সে যে
বলবো কিরে আর !
হাতে-পায়ে ধরি তবু
মুখটি করে ভার।


কত তারে বাসি ভালো
বুঝাবো কি করে !
তার বিরহে অন্তর আমার
কেঁদে কেঁদে মরে।