কলমিলতা সাজায় কথা
ঐ ঝিলের জলেতে;
বর্ষার বানে ঢেউ তরঙ্গে
জলকেলি খেলাতে।

লাল শালুকের লোভে পড়ে
শিশুর দুঃখ ঘুচে;
নীল পদ্মের রূপের মাধূর্যে
পানকৌড়ি ও নাচে।

হিজল গাছের চিকন পাতা
জলের উপর ভাসে;
নানান জাতের মাছের ঝাঁকে
জেলেদের মন হাসে।

বন্যার জলে কৃষক কাঁদে
ফসল ভাসে যে ঐ;
স্বপ্ন গড়ে স্বপ্ন ভাঙে;
আশার আলো কই?

সুদ হারে বীজ কিনে বুনে
আশার জাল ফেলি;
চিত্ত কাঁদে বারষ মাস
নিত্য বেদন হোলি।

বৈশাখী ঝড়ে খড়ের চাল
দূর আকাশে উড়ে;
ছেলে-বুড়ো নিয়ে তারা
রোদ-বৃষ্টিতে পুড়ে।

সুখের স্বপ্ন আসে নাকো
ডিঙি নৌকা দিয়ে ;
তবু তারা সুখে থাকে
ভালোবাসা দিয়ে।