কবির না লেখা কবিতার ভাবনা তুমি
আর সেই কবিতার আবৃত্তির উচ্চারণ
প্রতিটি শব্দ বিন্যাস চরণ স্তবক সেও
তোমাতে যেন মিলেমিশে একাকার ৷
আঁধারের গহীনে খোঁজে বেড়াই নিস্তব্ধ
তবুও ঠিক ঠাউর করতে ভুল হয় না ।
ভোরের দীপ্যমান সূর্যের ন্যায় জ্বলে উঠি
তোমাকে প্রাণশক্তি ভেবে।
জেগে আছো কি প্রিয় অরিন্দম ?
নাকি মূর্ছা গিয়েছ !
যাই হোক গভীর ঘুমে স্বপনে আমিই তা জানি।
মেঘাচ্ছন্ন ঘোমরাটে দিনে
ব্যাপসা গরমের অস্থিরতা সেও তুমি
চারিদিকে শুধু তুমি আর তুমি ।
মনের অজান্তে যখন হাত বাড়াই
ঐ চান্দের আলোর মত দূরে সরে যাও ;
তবুও আশায় বুক বেঁধে , পথ চেয়ে থাকতে থাকতে
আমি বেশ ক্লান্ত হয়ে পড়ি।
তখনও মনে হয় সেই ক্লান্তিও যেন তুমি ।