মেয়ে :আকাশ ভরা তারার মেলা
       চলছে দারুণ খেলা ;
       তোমার কথা ভেবে ভেবে
       কাটে না যে বেলা।


ছেলে :দূর আকাশে আলোকময়ী
       তুমি সন্ধ্যাতারা
       তোমার পরশ পেতে আমি
       হই যে আত্মহারা।


মেয়ে:তুমি আমার জীবন প্রদীপ
       পূর্ণিমারই চান ;
       তোমায় ছাড়া গৃহকোণে
       থাকে না যে প্রাণ।


ছেলে :ওমন করে কইও না গো
       বুকে ব্যথা বাজে,
       গহীন প্রেমের কথা শুনে
       মরি ভীষণ লাজে।


মেয়ে : কী কইবো গো মনের কথা
       রেখো বুকের মাঝে ;
       সারাজীবন এমনি থেকো
       আমার সকালসাঁঝে।


ছেলে : বুকের মাঝে আগুন জ্বলে
       পোড়াতে এ বিশ্ব,
       তোমায় আমি সব দিয়ে হই
       এক্কেবারে নি:স্ব।