লোকে বলে ঘর ভেঙেছি
সাধ্য আছে কার?
যুগযুগ ধরে সন্ধান করি
খোঁজাতেই হলো সার।


ছি ছি বলে মুখ ফিরাইল
বন্ধু বান্ধব যতো
পিরিত তবু বেড়ে গেল
মূল্য আরও ততো।


ভেবে ভেবে বেলা শেষে
জীবন খাতা শূন্য
কত কিছু ভাবনায় থাকে
বন্ধু যে অনন্য!


লোকের কথায় কী আসে যায়
সৎ পথে চল রে মন
হিসেব করে দেখো পিছে
সঙ্গে যাবে কজন!


ভাঙা গড়া তারই লীলা
পাগল মনে বলে
তবু কেনো অবুঝ প্রাণ নেয়
প্রেমো মালা গলে।


পাগলা হাওয়া বলে দে ‍তুই
ঐ বন্ধুর বাড়ি কই?
বেহায়া মন কান্দে সদা
কেমনে বলো রই!