মিথ্যে সকল ঝাড়িঝুড়ি
মিথ্যে অভিলাষ
অন্যের ভালো দেখতে গিয়ে
নিজের সর্বনাশ।


পরের লাগি প্রাণ দিতে চায়
আপন করে পর
অবশেষে ফাঁকা আওয়াজ
শূন্য বালুচর।


স্বার্থপরের অভিলাষে
সততা নাই কভু
ওদের প্রাপ্য বুঝিয়ে দেয়
প্রকৃতিরই প্রভু।


সাধ জেগেছে অসুর দলের,
বড় নেতা হবে
দলে-বলে বেপরোয়া
নাম কামাবে কবে!


আয় রে ফিরে সেয়ানার দল
ডাকে সাঁঝেরবাতি
ঘোর আঁধারে ডুববি তবে
আসবে কালোরাতি।