তোমায় নিয়ে ভাবি আমি
সকাল সন্ধ্যা বেলা
ভাবনা গুলো দেয় যে আমায়
প্রাণে মধুর দোলা।।
সকাল সাঁঝে নিত্য চলে
মন ময়ূরীর খেলা
শুভ লগ্ন আসে যদি!
করো না গো হেলা।
হৃদয় আমার নৃত্য নাচে
করো না গো হেলা
মন পবনের নাও উড়িয়ে
ভাসবো মেঘের ভেলা।
আসো যদি সময় করে
হোক না গো অবেলা
মধুর স্বপন দেখবো দুজন
কাটবে সারাবেলা।
মিছে কেনো ভাবছো তুমি
করছো নিঠুর খেলা
মানভিমান করো যদি
মনে দেবো তালা।।