লাল সবুজের রঙে আঁকা বাংলাদেশের মান
বীর বাঙালী অস্ত্র ধরে রাখে তার সম্মান
মুক্তিসেনা রক্ত দিয়ে রাঙালো সাগর জল
মায়ের কাছে পেলো তারা বুকে এতো বল



ঘরে ঘরে দুর্গ গড়ে করে মুক্তিযুদ্ধ
হানাদারদের করেছিল কঠিন শ্বাসরুদ্ধ
কতো মায়ের বুকের মানিক রক্ত করলো দান
চোখ বুজিলেই ভেসে উঠে তাদের আত্মদান।


আঁচল পেতে কাঁদে মায়ে কোথায় খোকনসোনা
এদিক ওদিক খোঁজে মরে কী যে যন্ত্রণা
একটিবার তুই আয়রে বুকে অপেক্ষায় জননী
বাছা রে আমায় ফিরিয়ে দে নিঠুর ধরণী।


স্বাধীনতা এলেই কাঁদে কোটি মানুষের প্রাণ
উত্তরসূূূূরি রাখছো নি হে বীর সেনাদের মান!
শপথ করো নবীনেরা সময় বাকি আছে
হিসেব কিন্তু দিতেই হবে বিবেকেরই কাছে।