হতাম যদি নীল আকাশে চাঁদ
সবার ঘরে দিতাম আলো;
থাকুক যতো ইটের ভারী ছাদ।
গরীব,দুখীর ঘরে আমি
দিতাম আলো ঢেলে!
সুখে দুঃখে কাটতো যে দিন
বিষাদ যেতো ভুলে।
সুখী মানুষ কোথা পাবো?
এতো শোকের ভিড়ে!
দুঃখগুলো দেখাই কারে
আমার বুকটি চিরে?
কেনো করো এতো ছলা?
আমায় একা পেয়ে;
দুধ-ভাত দেবো তোমায়
একটু যাও না খেয়ে!
দু,দিনেরই তরে সবাই
এসেছি এই ভবে।
মানুষ হবো আমরা কবে?
ভাবছি মিলে সবে।