সময়ে সময়ে আঘাত প্রাপ্ত হতে
ক্ষুরধার যন্ত্রের প্রয়োজন নেই
কথার ধারালো ফলার বর্শা
তরবারি হয়ে পৌঁছে যায় মনে।


নিঃশব্দেই ভেঙে চুরমার হয়
হৃদয়ের সবকটি অলিন্দ
অত্যাধুনিক প্রযুক্তির উৎকর্ষে
টুংটাং ধ্বনি তোলে না।


লালচে রক্ত কনিকা মনিকার মতো
ঝলমলে রোদ্দুরে অহেতুক জ্বলে না
বুঝার ক্ষমতা কেবল সৃষ্টি কর্তার
তিনিই অন্তর্যামী,তুমি নও।


আপন ভাবনা চাপিয়ে দেয়ায়
তোমার দর্শনের আয়নায়
নষ্ট মনের খোরাক পেলে, যাতে
আছে তোমার শিকড়ের পরিচয়।