বিঃদ্রঃ( কবিতাটি কবি রিঙ্কু রায়ের কন্যা কে উৎসর্গ
করলাম। সেই সাথে নয়নমণির আত্মার মাগফেরাত কামনা করছি।)


নয়নমণি কোথায় আছিস?
কাঁদছে তোরই মা’য়;
নোনাজল গড়িয়ে পড়ে
দুখি মায়ের গায়।


স্মৃতির পাহাড় নুইয়ে পড়ে
আমার ধরা জুড়ে ;
চিতার আগুন জ্বলে হৃদে
যায় যে বুকটা পুড়ে।


নীরব নিথর দেহ খানি
জড়িয়ে ধরি বুকে;
নির্বাক কন্ঠ হয়েছে আজ
বুলি নেই যে মুখে।


কত দূরে আছিস রে তুই?
ভেবে পাই না কিনার!
দুখের মাঝে তুই যে ছিলি
ছোট্ট সুখের মিনার।