পদ্ম পাতার জল সদা টলমল
হীরকের ন্যায় ঝলমল।
জলকে ধারণ করে বুকে
স্বপ্ন ছবি এঁকে।
ক্ষণস্থায়ী জীবনযাপন
করে না কেউ আপন।
সকলি ফুরায় নিরাশায়
চিত্ত করে হায়!হায়!
জলের কান্না যে বিচিত্র
জলছাপ তার চিত্র।
কিছু স্মৃতি নিখাদ মসৃণ
জলরঙে হয় বিলীন।
প্রকৃতির নিয়ম নয় সদয়
তাই পুড়ে যে হৃদয়।