পুড়ে যায় সব বিরহে মন
রোদে পোড়ে বন
সন্দেহে পোড়ে তোমার আবেগ
কেঁদে যায় মন।
ভাবনারা খেলে হই যে অবাধ
লোভী হয়ে যাই
কেউ ছেড়ে যায় পলকেই ফের
ফিরে ফিরে চায়।
স্বপ্ন কুড়াই রাত বিরাতে
রোপণ করি তা
বেলকনিতেই আলোর জলসা
ভিতরে দেই তা।
অন্যের সুখে নাচিয়া নাচিয়া
ঘুরি নিশিভোর
আমার জন্য অপেক্ষামান
দুঃখের দোর।
এভাবেই পোড়ে সকলের পণ
নীরবে নীরবে
নিভৃতে কাঁদে আমার স্বপন
হাসি গৌরবে।