ভোরের আলো ফুটলো যখন
নথি হাতে হাবু ছুটে তখন-

মাসে ছ’জোড়া পাদুকা হয় শেষ,
পেটে টান পড়লে ফিরে বাড়ি শেষমেষ।

চাকরির পত্রিকায় ভরে করিডোর
তবুও পায় না হাবু চাকরির খবর।

আবেদনে মাসের শেষে,
হিসাব যন্ত্রে অংক কষে।

তাতেও শেষ নয়,
অনলাইনেও ফি দিতে হয়।

হাবুর মাথায় পড়লো এবার বাজ!
আবার বিজ্ঞপ্তি ওহ কি করবে আজ।

এমন সময় মিষ্টি নিয়ে এলো লাবু,
বন্ধু সুখবর নাকি বলল হাবু-

গোপন কথা করলো লাবু ফাঁস
টাকা দে চাকরি যদি পেতে চাস?

হাবু শুনে লাবুর কথা,
মনে পায় ভীষণ ব্যথা।

হাবুর কানে লাবু  তখন ফিসফিশিয়ে কয়-

“ দোস্ত যদি না দাও কড়ি,
চাকরি হবে না সরি।”