( আমার সামান্য এই কাব্য খানি আসরের শ্রদ্ধেয় কবি নুরুল ইসলাম কে উৎসর্গ করলাম।)

হৃদয়ের বন্ধন কভু কি ভুলা যায়?
সময়ে সময়ে তা ফিরে ফিরে চায়।
মানুষ মানুষের আত্মার আত্মীয় চিরকাল,
ছিল ,আছে ,থাকবে ,থাকুক অবিচল।

বিশাল এই ধরায় এসেছি হয়ে দুদিনের অতিথি,
অটুট থাকুক হৃদবন্ধন বয়ে চলুক তার স্মৃতি।
জনম জনম ইতিহাসের পাতায় লেখা রবে,
হয়তো রবে কাব্যের স্তবকে,চরণে নিরবে।

অজানায় গড়েছি সাঁকো এই আসরের মোহনায়,
চলেছি নিরবধি,আঁচড় কাটুক কলমের ছোঁয়ায়।