একুশ তুমি কি?
তুমি কি বর্ণমালা?
নাকি কচি মুখের ,
মধুর “মা” ডাক!

একুশ তুমি কি?
তুমি কি স্বজনহারানোদের আর্তনাদ?
নাকি শহীদের ,
বুকের তাজা রক্তিম সূর্য!

একুশ তুমি কি?
তুমি কি মায়ের মুখের,
ছেলে ভুলানো গান!
নাকি রূপকথার গল্প?

একুশ তুমি কি?
তুমি কি ক্যানভাসের রঙ-তুলি?
নাকি বীর তরুণের সেই প্রতিবাদ,
“রাষ্ট্রভাষা বাংলা চাই”

একুশ তুমি কি?
তুমি কি রক্তে রাঙানো,
একুশে ফেব্রুয়ারী?
নাকি ১৯৫২ সালের,
সেই রক্তক্ষয়ী ভাষা আন্দোলন?

রচনাকাল:১২/০২/২০০৯ইং