বশীকরণ

কল্পিত মন্ত্র দিয়ে বশে আনা যায়,
কিন্তু মনের গভীর ভালোবাসা স্থায়িত্ব পায় না।
এক ফোঁটা শিশির বিন্দু অবহেলায় পড়ে রয়।
কেউ আলিঙ্গনে সযত্নে আহ্বালাদে তুলে নেয় না।

     চুপিসারে

চুপিসারে তোমার অধীর অপেক্ষায়,
হঠাৎ পবন হয়ে উঁকি দিবে দক্ষিনের জানালায়।
তবুও তুমি নিছক অহংকারে গর্বিত !
তোমার ছলাকলায় এ মন লজ্জিত।

     বসন্তের কোকিল

সুদিনের বন্ধু তুমি “বসন্তের কোকিল”
যখন তখন মনের ঘরে ডাকো অনাবিল।
ভালোবাসার ঘরে তবে কেন এই পদার্পন,
নিশিরাতে ঘুমের ঘোরে কর তুমি কিসের আলাপন?

      বন্ধন

ভালোবাসি যদি বল ধন্য হয়ে রবো,
সারাটিক্ষণ তোমায় নিয়ে কাব্য লিখে যাবো।
মিষ্টি মধুর বন্ধনে জড়িয়ে রেখো আমায়!
স্বপ্নরাজ্যের সুখের নীড়ে ভাবি গো তোমায়।