বসন্তের প্রথম সকালে ভাবি গো সজনী
কবির কাব্যের মৃণালীনি।
বাসন্তি রঙের রঙিন ফুল ফুটেছে কাননে কাননে,
হৃদয় উজার করে দিলাম সকলি তোমার চরণে।
নব উচ্ছ্বাসে এলো বসন্ত বিরহ ব্যথায়
ভেবে না পাই কাব্যের ভাষা মন যাহা চায়।
হৃদয় আঙিনায় তুমি এলে তব নেই খোলা দ্বার,
অতীব যতনে কোথা রাখিব বলতে যদি হে সখা একবার।
ফাল্গুনী তরুনীর অনুরাগে রাঙিয়ে নাও হে উদাস মন
ক্ষনিকের মিলন যাতনায় দেবে জানি সারাক্ষণ।
পাগলা হাওয়ায় আনন্দে নৃত্য নাচে প্রাণ,
ধন্য হল হৃদয়,কবির কাব্যেই থাকতে চায় এ মন।