এসো বাঁধি ঘর তরুর ছায়ায় বৃক্ষের তলে শ্যাম!
ভয়-মোহ নয়, ভালোবাসা দিয়ে শান্তির তরে প্রিয়;
বিপদে-আপদে যদিবা না আসো বুঝে নেব ভীত প্রেম,
হস্ত ছেঁড়ো না প্রিয়তম মম আদরে বুকেতে নিও।
রাধিকা মাতিছে কৃষ্ণ-লীলায় গহন বৃন্দাবনে,
ভয় নেই আজ মনের অতলে বন্ধন হারা নীড়ে;
শাশ্বত প্রেম জেগে উঠে আজ এই রাধিকার মনে,
এসো বাঁধি ঘর বনানী ছায়ায় বাসনা নদীর তীরে।