অনাদরে থাকি আমরা
কেউ দেখেও দেখে না;
বাবা গেল মরণযুদ্ধে
ফিরে তো এলো না।


পথে পথে ঘুরিফিরি
পথেই যে ঠিকানা ;
টোকাই বলে সবাই আমায়
করে শুধু ঘৃণা।


ছেঁড়া কাপড় চেয়েও পাই না
রোদ-বৃষ্টিতে ভিজি ;
আর কতকাল পরে পাবো?
সুখপাখিরে খুঁজি।


ঝিয়ের কাজে ব্যস্ত থাকে
আমার মা জননী ;
রাতের বেলায় বালিশ ভিজে
পড়ে নোনা পানি।


বড় বড় দালান কোঠা
জায়গা তো মিলে না ;
পেটের জ্বালা বড় জ্বালা
ধনীরা বুঝে না ।


বিধি তোমার নেইকো দয়া!
নেই কি বিবেচনা?
মুখ তুলে তাকাও একবার
দুখ যে প্রাণে সয়না।


স্টেশনেতে বসে আছি
সবাই তো অচেনা;
তুমি খোদা বড়ই আপন
দুঃখ নিয়ে নাও না।