আমার প্রিয় বন্ধু তুমি দাও গো মধুর প্রেমসুধা
শত সাধন-ভজন করে আমি তোমার পাই দেখা;
ধীরে ধীরে কাছে এসে করলে পূরণ দীলক্ষুধা
নিটোল প্রেমে মন হারিয়ে তোমায় খুঁজি, হে সখা!
ভাল্লাগে না কোনো কিছু তুমি বিনা এই মনে
দিবানিশি ভাবি তোমায় থাকো প্রিয় নিরালায়;
উদাস এ মন স্বপ্ন আঁকে মধুর বাসর গোপনে
প্রাণের সাথে মিশেছে প্রাণ নিঁখুত নিটোল ভাবনায়।
সকাল সাঁঝে নিত্য বাজে তোমার মোহন প্রেমবাঁশি
মনটা দোলে শুনে বাঁশির প্রাণকাড়া সেই সুর-লহর;
যদি পাই গো খানিক সাড়া, তখন আমি যাই ভাসি,
ভালোবাসি বন্ধু তোমায়, মনে রেখো জীবনভর।