মধুর সুরে ডাক যখন আমায় প্রিয়তি
মনে যেন জেগে ওঠে শ্যামের পিরিতি।
অজানা এক অনুভূতি নাড়া দেয় এ মনে
কত কথাই বলি সখা তোমাকে স্বপনে।
রূপকথার রাজপুত্তুর নিলাম তুলে এই বুকে
স্বপ্নরাজ্যে সওয়ার করি তোমার ছবি এঁকে।
ইশারাতে কেন ডাক দূর আকাশে ভেসে?
কল্পনাতে উড়ি সদাই তোমায় ভালোবাসে।
ও প্রিয়তি, তুমি আমার কাব্যের পাতার দেবী
তোমায় পেলে আনন্দিত আমি হয়ে উঠি কবি।
মৃদু হেসে আড় নয়নে তাকাও একটু যদি
লুটিয়ে দিই এই মনটারে তোমার পায়ে বাঁধি।
হাত ছেড়ো না বন্ধু তুমি ধরো শক্ত করে
নতুনধারা কাব্য সৃজন করবো খাতা ভরে।