কোমলমতি পদ্ম যেন
দীঘির জলে ভাসে ;
দুখের নদী কেঁদে কেঁদে
অশ্রুজলে হাসে।


ছায়াতলে স্বপ্ন বুনে
অনেক আশা নিয়ে
তবু কেন হয় না পূরণ
নিত্য কাঁদে হিয়ে।


ব্যথা যেন পাহাড় সম
বলবো কী গো হায় !
কোন বা দোষের অভিশাপে
দাগ লেগেছে গায় ।


রূপন্তিদের স্বপ্ন কানন
শূন্যে রয় যে পড়ি;
স্বার্থলোভে মনুষ্যত্ব
ভেঙে হলো গুঁড়ি ।


স্বাধীন দেশে নৈরাজ্যে যে
কারও কাম্য নয় ;
‘‘আবার তোরা মানুষ হ ’’
জ্ঞানী জনে কয়।