আমার প্রাণের ময়না পাখি
উড়তে শিখেছে
পাখ নাড়িয়ে একা একা
পথঘাট চিনেছে।


এদিক-ওদিক ছুটছে রোজই
মনের সুখে সে
বড্ড খুশি স্বাধীন রাজা
তারে থামায় কে?


রাণীর কথা শোনে না সে
মান করিয়া থাকে
বাউল মনের একতারাতে
ফাগুন সুরে ডাকে।