তাল খাবে না ডাল খাবে না চিকেন শুধু চায়
সবজি বাদে প্রতিবেলায় গোশত শুধু খায়
ভাত খাবে না ব্রেড খাবে না বার্গার,  পুডিং দাও
ঘরের খাবার পছন্দ নয় ক্যামনে তোমরা খাও।


একা খাবে একা চলবে ভাগ হবে না কোনো
আধা আধা ভাল্লাগে না চায় সাথে ফোনও
ঘরে ঘরে এই শিশুরা ধরে কতো বায়না
কোরমা পোলাও হোক না যা-ই মোবাইল ছাড়া খায়না।


এসব শুনে দিনকে দিন কানটা ঝালাপালা
মায়েরা তাই মোবাইল দিয়ে থামায় তিক্ত  জ্বালা
মানবো না আর বায়না ওদের কানটা দেবো মলে
ঘরের খাবার খাইয়ে দেবো ঈশপের গল্প বলে।