বাবুই পাখির মতো আমি
ঘর বেঁধেছি শূন্যে
দমকা হাওয়ায় উড়ে গেল
ঐ গহিন অরণ্যে ।


যতন করে তারে রাখছি
পরানেরই তলে
তার বিরহে বুকে আমার
ভুলের আগুন জ্বলে ।


কোন বা পাপের শাস্তি পেলাম
রেখে তারে দিলে
দুঃখের সাথে বসত আমার
সুখ নিয়েছে চিলে ।


পাখিরে তুই সুখে থাকিস
অন্যের সুখের তরে
যদিও বা দিলি রে তুই
বিষে মনটা ভরে ।


( কবিতার চরণ গুলো আসরের কবি শহিদ খাঁনের ‘‘ জেনে গেছি ‘’ কবিতার মন্তব্যে সৃষ্ট ।তাই চরণ গুলো প্রিয় কবি শহিদ খাঁন কে উৎসর্গ করলাম। )