দুষ্ট যে খুব সোনামণি
পাগল করে আমারে
পড়া ফেলে খেলা করে
কি যে দুষ্টু আহারে!


যতই বলি পড়তে বসো
চোখ থাকে তার কার্টুনে
কি করি ভাই ,ভেবে না পাই
মন রয় তার আনমনে।


খাবারে তার বায়না হাজার
সবজি দেখলে কান্না পায় ;
ভীষণ ভাবে আটকে যাই যে
করতে গিয়ে রান্না, হায়!।


পরীক্ষার ফল হয় না খারাপ
পড়াশুনায় খুব ভালো ;
হাসিমুখে করে যায় সে
আঁধার কেটে ঘর আলো।


পড়ে গিয়ে ভাঙলো কোমর
পরীক্ষা যে তার শুরু ;
এখন যে সে চিন্তায় আছে
কেমনে কিনবে লাল গরু?