ঘুমালে স্বপনে দেখি
জাগরণে ফাঁকি;
কি যাদু করলে রে বন্ধু
কেমনে যে থাকি।

স্বপন শুধু স্বপনে রয়,
মিছে গল্প আঁকি;
সুখের পাখি রয় যে দূরে
চোখ মেলে না দেখি।

ক্লান্ত মনে ঘুরিফিরি,
দুঃখ কোথা রাখি!
সাঙ্গ হলে প্রেমের খেলা
একা একা থাকি।

কোলাহলে মন থাকে না
সিক্ত দুটি আঁখি;
আমায় নিয়ে কত খেলা
করবি রে মনপাখি।

আয় ফিরে আয় বুকের মাঝে
কান্দে পরাণ দুখী;
একটু সুখের ছোঁয়া পেলে
হতাম দুজন সুখি।