একটা সময় ছিলো দারুণ ছোট্ট যখন ছিলাম
হারালো কই দিনগুলো সেই কই হলো যে নিলাম
ভাইগুলো সব মধুর সুরে ডাকতো যে আয় আয়
মুক্তগড়া নুপুর আজই পড়িয়ে দেই রে পায়।


বিনি সুতোর বাঁধন যেমন তেমনই ভাই বোনের
এমনই টান নাই রে কোথাও পবিত্র এক মনের
দিনের শেষে ফিরে না আর নাই রে মারামারি
খাবার নিয়ে করে না কেউ শুধুই কাড়াকাড়ি।


মনে পড়ে ভাই-বোনেরমধুর সকল স্মৃতি
পাই না খুঁজে কোথাও এমন নেই রে এতো প্রীতি
যেথায় থাকো ভালো থেকো  এই কামনা করি
থাকলে ভালো বাবা- মায়ের বুকটা যাবে ভরি।