ভাঙা কুলার মতো করে
বাসিকাজে দেয় মন
বেকার মানুষ ব্যস্ত বেশি
কাজে সারাক্ষণ।


হঠাৎ করে যায় সে রেগে,
শেষে বরফ-পানি
কটূকথা শুনেও হাসে
কঠিনও যায় মানি।


সহজ-সরল মনটা যে তার
জটিল বুঝে না
দুষ্টু লোকের কাছে গিয়ে
দোষটা খুঁজে না।


সোনার মানুষ বলি তারে
রাখি হৃদয় মাঝে
স্মরণ করি সকাল-বিকাল  
আমার সকল কাজে।