আমার চোখ যেন এক নদী
জোয়ার-ভাঁটায় চলছে নিরবধি
পথের পানে চেয়ে থাকি
বন্ধুর দেখা পাই গো যদি।


যুগের পর যুগ চলে যায়
তার দেখা আজও না পাই
পরাণ পুড়ে হয় যে ছাই ,
বন্ধু আমার মালেক শাই ।


জগতে আছে যত কালো
নিয়ে দাও গো তুমি আলো
‘‘ভবের খেলা সাঙ্গ হলে’’
যাবো আমরা সবে চলে ।


আসা-যাওয়ার এই না পথে
যাত্রী আছি একই রথে
হিংসা-বিদ্বেষ ছুটছে পিছে
আসল কথা সবই মিছে।