বিত্তে তুমি করলে বিচার
ভালোবাসার মান;
কি বা ক্ষতি করেছি ওগো !
করছো অপমান ।


কূটকচালে প্রেম কী থাকে ?
বিরহে কী জ্বালা !
মিথ্যে মোহে জাগেনি মন
সাক্ষী উপরওয়ালা।


তীব্র দহন হচ্ছে হৃদয়
কাঁদছে ওরে হিয়া ;
সুখই যদি পাও গো প্রিয়
যাও না দুঃখ দিয়া!


ভুল বুঝো না বন্ধু শোনো
নই যে নিকষকালো ;
বিমল প্রেমে দাগ দিও না
সত্যের আলো জ্বালো।


ভেঙে দিলে হৃদয়খানি
কাচের টুকরোর মতন ;
তবু তোমায় গহীন মনে
করছি অতি যতন।


উন্মাদনায় স্বার্থ থাকে
নিটোল মনে নয়;
জীবন গেলেও তোমার স্মৃতি
হবে না তো ক্ষয়।