সোহাগী এ মন করে ক্রন্দন তোমার বিরহে
চিত্ত আমার নিত্য কাঁদিছে আবেগী আবেশে;
মনপোড়া ঢেউ তরঙ্গিত আজ জ্বলে দিবানিশি,
বিত্ত চাই না, তোমাকে চাই গভীর ভালোবেসে।


প্রেমানলে জ্বলে নিখাদ হলো বিমল ভালোবাসা,
আঘাতে আঘাতে চুরমার হৃদয়ের এ আয়না;
কাছে এসে দূরে রও ডালে বসে, কথা নাহি কও
নিশপিশে মন মানে না বারণ করে যে বায়না।


মনপ্রাণ করি অর্পণ সখা! তোমার চরণে,
সুখেরই তরে নীল-্আকাশে রই বাঁধনহারা;
জ্বালা যত দাও,দাও আমায় তবু যেওনা দূরে
শান্তি হয়ে এসো ঘরে সফেদ বিছানায়“জোড়া পায়রা”।