দেখো পাখি ওড়ে যায় আপনার নীড়ে,
থাকবে সুখে-উচ্ছ্বাসে বাসনা অন্তরে ।
তৃণ, খড়কুটা দিয়ে বেঁধেছে সে ঘর,
সেথায় কতো পুলক-হাসি নিরন্তর ।
দিবস নিশি পাখিটি সুখ খুঁজে ফেরে ।
বক্ষ তার পিয়াসী, যেন প্রেম-পাগল,
প্রেম, মায়ার বাঁধন ছাড়া সে অচল ।
প্রেমের টানে মাতাল যাবে সব ছেড়ে ।
পাখি যদি কভু পায় গো বিয়োগ-ব্যথা,
চুপচাপ বসে থাকে- চোখে নির্লিপ্ততা ।
আশার খেয়া ভাসায় সময় সাগরে ।
ঝড়ের কবলে পড়ে হয়ে কোণঠাসা,
একদিন পাখির ছাড়তে হবে বাসা ।
মিছে আশায় পাখি বসতি ভাঙে গড়ে ।


৯ আশ্বিন ১৪১৫ বঙ্গাব্দ