আলোয় ভরা দিবস শেষে
হলো যখন সন্ধ্যা বেলা,
সবাই গেল আপন দেশে
করল না কেও হেলা।
তুমি গেলে ভেলায় চড়ে
পুষ্পমালা গলে,
জীবন তোমার পুণ্যে ভরে
আলোর পথে চলে।
সারাক্ষণই বাইলে তরী
চাইলেনা আর পিছন ফিরে,
সামনে তোমার লোহার বেড়ি
গেলে সব চূর্ণ করে।
মনে তোমার নাহি ভয়
সবই চেনা লাগে,
করেছো সব দুঃখ জয়
বহুদিন আগে।
মনের বশে কভু তুমি করোনি ভুল
থেকেছো আপন কর্মে তৎপর,
দেখেছো বন শ্বাপদসঙ্কুল
অনাচারে করেছ সমর।
পাপ তোমার এসেছে মনে
করেছে কত ছল,
ভুল পথে যাওনি কোন ক্ষণে
হারাওনি মনোবল।
আজ এ সন্ধ্যাবেলা চললে হাসি মুখে
হিসাব নিকাশ ওপারে হবে,
সফল জীবন তোমার; তাই তৃপ্তি বুকে
যোগ্য মান তুমি নিশ্চয় পাবে।


১৫ জানুয়ারি ২০০৯ খ্রিস্টাব্দ