স্বপ্নের ডানা মেলে যাও উড়ে কত দূরে
  কত রঙ কত ছবি একে একে যায় স'রে
বদ্ধ পাতার তলে হয় শখ-সাধ পূরণ
  মনের ক্যানভাসে করে ইচ্ছের তুলি অঙ্কন
কি সত্যি কি মিথ্যে কি অলীক কি বাস্তব
  আঁখিজোড়াতে সব একাকার নিদ্রাসুখে হয়ে মদ্যপ
রজনীকে তবে জেনেছে, তার মায়াকে কে বুঝেছে
  তার আলোয় সুপ্ত যে নেশা, সে নেশায় কে মজেছে


ঘুম নেই, চোখে ঘুম নেই
না দেয় জাগতে, না দেয় ভুলতে
শুধু হয় ভাবতে, আজ এই নিঃসঙ্গ মায়াবী রাতে...