মোদ্দা কথা


রূপম ভৌমিক


মোদ্দা কথা মরার পথে।
বেশ কিছু দিন ভেসেই থাকি।
বুকের নীচে কাপড় কথা।
যাপন হয়ে যায়।
ব্রিজ টপকে ভূষণ হারায়।
আমরা দাঁত কেলিয়ে অনশনে।
মন্দির মসজিদ নিয়ে বেশ জিদ চলে।
প্রতিশ্রুতির কথায় জানি না কি গলে।
মণি হারা পুর দুঃখ বয়ে বেড়ায় চুর হয়ে।
সিট চাই তাই একটু গরম ভাজা খালি প্যাকেট সন্দেশ নিয়ে।
চপে চেপে মুখ থুবড়ে চাঁদে পড়বো....
জাগবো না বিক্রম বিপ্লবে শুয়ে আরাম।
ভালো করে বাংলার সাথে ইংলিশ চানাচুর পড়ানো হয় ব্যানার।
সুযোগ বুঝে স্তনে কুনুই হাত।
খোরাকি জোগাড় হয়ে যায় বেশ তো।
স্তম্ভ বিক্রি লন্ডে বন্ডে দুরদুরান্তে কত নীতি।
কাঁধে তারা স্বজন হারানোর ভয়।
জমিয়ে মশার কামড়।
ঠাস নিজের গালেই থাপ্পড়।
আয়না কিনে আনতে হবে ভুলে যাচ্ছে মদ...সরি!
মোদ্দা কথা ভুলে ঘোল।
সেফটিপিন দাও তো কিছুই শুনি নি কানে খোল।