সরস্বতী পুজোর আগে যাবে না খাওয়া কুল
মেনে আসছি ছোট্ট থেকেই নিয়মটা নির্ভুল
ভালো নম্বর পেতেই হবে বাগদেবী কর কৃপা
উপবাস মেনে পুষ্পাঞ্জলি - এবার হবই টপা(র)
সেবার আমরা একাদশে, দায়িত্ব পুজো করার
প্রথমবারের হর্তাকর্তা - ভুলছি খেতে খাবার
উৎসাহ আর উদ্দীপনায় দিনগুলো সব কাবার
কত সুন্দর হবে প্যান্ডেল চিন্তায় ঘুম সাবাড়
সরস্বতী পুজোর দিনে ভীষণ সকাল সকাল
ফল কেটে আর আলপনা দিয়ে, দিলাম ভালোই সামাল
ফুলের মালা সাজিয়ে দিলাম রঙ্গোলীও হল
শিক্ষকেরা পিঠ চাপড়ে দিয়ে বললেন, ‘ভালো’
আগে যখন নিচু ক্লাসে আমন্ত্রণ লিপি পেতাম
সবার আগে প্রীতিভোজের দিনটা খুঁজে নিতাম
কিন্তু এখন হয়েছি বড় ফাঁকি নেই এক রত্তি
আগেই সরিয়ে রেখেছি শুধু পায়েস বালতি ভর্তি
রসগোল্লাও একটা দুটো চালান যাচ্ছে পেটে
ভলান্টিয়ার হওয়ার মজা খাটুনি অনেক খেটে
শিক্ষকেরাও রাগী নন আজ ভীষণই ফুরফুরে
গাইছেন গান বাজিয়ে গিটার রবিঠাকুরের সুরে
সবার কামনা সত্যি করে বর দিয়েছেন সরস্বতী
প্রধানশিক্ষক ভূষিত হলেন সম্মাননায় রাষ্ট্রপতি(র)