কালো ধোঁয়ায় ভরে গেছে চারিদিক
দাউদাউ আগুন জ্বলছে আর তার
লেলিহান শিখার গ্রাসে সব পতঙ্গ
এসে শহীদ হচ্ছে। সময় মাত্র দুমিনিট।
প্রণামীর বাক্সে আর জায়গা নেই।
ব্লাউজের ভেতরে রাখো আপাতত।
কিছু লোক নিজের চোখে দেখেনি
আগুন। যদিও তারা শোনা কথায়
তৎপর হয়ে দমকল ডেকে এনেছে।
কোথায় জ্বলছে আগুন? নেই তো
কোন ধোঁয়ার চিহ্ন! সেকি এত বড়
জ্ঞানপাপী হলে তুমিও! তোমার
শিশুর মুখে ধোঁয়া ছেড়ে চলে যায়
যারা, জলকামানের মোকাবিলা তাদের
আজ করতেই হবে। যদিও আমি যে
আগুন দেখেছি সে আগুনে পুড়ে
শহীদ হওয়ার সময় ছিল দু’মিনিট
সেটা বিভবের জাত মিলে যাওয়ার
ফুলকি। সেসব জানি বুঝবে না তুমি
আগুনের ওপর দিয়ে হেঁটে মানত
করার মতো মরীয়া কি হয়েছ কখনও