টুপি পরানোর খেলা কেউ দেখেনি
শুধু যারা মঞ্চে আছে তারা ছাড়া


হাততালি ঠিকই পেয়ে যায় ব্যাটা
ভুক্তভোগী ছাড়া সবাই নেশা করে
পচা পুঁজের গন্ধে সাবলীল মাতালের মতো


ক্রীতদাসপ্রথা উঠে যাওয়ার পর কেউ
সহজে মালিক হতে চায় না জ্ঞানত


আজ থেকে মাথায় জুতো পরে ঘুরি
মাপমতো হবে কোনও কুঁজো মনিবের


ঠোঁটকাটা বানীগুলো গল্প কবিতায়
ঘনত্ব কমিয়ে নিয়ে সহজপাচ্য হতে
চেয়েছিল আশ্বিনের প্যান্ডেলেপ্যান্ডেলে


কটা লোকেই বা এখন আর এমনি
এমনি কথা বলতে বিকেল খোঁজে