কি সব ভুলভাল লেখো তুমি ভাই
মগজের অ্যান্টেনায় ধরে না
হাসি পায় দেখে মুগ্ধ ভাবালুতা
মুখে কি ভদ্র ভাষা জোটে না


মাঝে মাঝে যেটা বলি
আনমনে শোনোনি কখনও
একা দেবতাকে জায়গা
দেয়নি সমুদ্র মন্থনও


তেলেভাজা খাওয়ার পর
বিলি করা লিফলেটগুলো
হিপপকেট থেকে বেরিয়ে আসে
বিনামূল্যে কবিতার ধড়
ফসিল নাকি জঞ্জাল হল
ভ্রষ্ট আত্মা কবন্ধের আশ্বাসে


জানতাম কবিতা তোমাকে ভাবায় না
জীবন থেকে দূরে সরছি তাই না


পিঠ চুলকিয়ে নেওয়ার লোভে
ভালো ছেলে বলো না কেউ
পর্দা কেবিনে চুমু খাবে বলে
আইবুড়ী ফাঁসিও না ঘেউ


প্রজন্ম কয়েকটা লেগেই যাবে দেখছি
মনের ওপারে পেতে মনের সাড়া
দারুণ লাগবে তখনও যদি পরাও
প্রাতস্মরণীয় জুতোগুলো দিয়ে ভাড়া


ঠকবে না শুধু এটুকু জানি
স্বার্থ নিয়ে ঘুরতে এসো না পাড়া
যশাকাঙ্খী যদিও মনে মনে
তবু আমার নেই তো কোনও তাড়া