পিনিশুয়া নামের বালকটা যখন কুয়োতে পড়ে গেল
সেনারা তার পাশে ততটাই গভীর একটা কুয়ো খুঁড়েছিল
তোমাদের আমি বলে বলে তুড়ি বাজিয়ে বাজিয়ে মুগ্ধ করতে পারি
কিন্তু তুমিও অতটাই গভীর হতে পারবে তো
আমি অপেক্ষা করছি-
জোনাকিকে দেখে মুগ্ধ হই ঈর্ষা হয়
কি সুন্দর দপদপে আলো
এ তো গেল ছোটোবেলাকার গল্প
এখন ভাবি আলো তো গুঁজে দেওয়া
মর্জিমতন তো জ্বলে না
ভাগ্যিস আমাদের সুখ গুঁজে জন্মাতে হয়নি
না হলে গোটা পৃথিবীশুদ্ধ লোক জেনে যেত
আমি আমরা তুমি তোমরার চেয়ে বেশী সুখে আছি
টপাটপ বোমা পড়ত নিখুঁত টিপে
জাতিহত্যার মেগাসিরিয়াল শেষ হলে
আমাদের অস্তিত্ববিলোপের ঠিক আগে
সুখী-মানুষের-অভয়ারণ্য গড়ে তোলা হত
এখন যুদ্ধবাজেরা সুখী দুখী দুরকম মানুষ মেরেই
গণতন্ত্র বজায় রাখছে
বোমারু হামলায় এরকমই নিশ্চিহ্ন হয়ে যাওয়া একটা গ্রাম-
কোন বাড়ি ঘর নেই
যারা বেঁচে গেছে করুণার মেডিক্যাল ক্যাম্প থেকে ছাড়া পেয়ে
গ্রামে এসে থাকে
কোন বাড়ি ঘর গড়ে না আর
যার যার যেখানে শোবার ঘর ছিল ওখানে ঘুমায়
উন্মুক্ত দেহে স্নান করে
কেউ অন্যের লজ্জা মাড়াতে এগিয়ে যায় না
মৃত্যুর উপদেশে তারা সভ্যতাকে অস্বীকার করে
সমাজ মেনে তাদের দেহের পরিবারের ভগ্নাংশ
উচ্ছিষ্টের মতো পড়ে আছে
এখন ওরা যা কিছু করে খবর হয়ে যায়
নিয়মমাফিক ধারাবিবরণী চলে অভয়ারণ্য লাইভ